আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি

আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান রোগীর অসুখের মূল কারণ নিয়ে কাজ করে। এটা করার জন্য আয়ুর্বেদ প্রধানত দুই ধরনের চিকিৎসা পদ্ধতি অবলম্বন করে থাকে -

১) শোধন চিকিৎসা ও
২) শমন চিকিৎসা



আমরা একটা উদাহরণ এর মাধ্যমে বিষয়টি সহজ ভাবে তুলে ধরার চেষ্টা করছি-

ধরুন আপনার শরীর একটি শ্রেণী কক্ষ। সেখানে অনেক ভালো ছাত্র- ছাত্রী যেমন রয়েছে তেমনই কিছু দুষ্ট প্রকৃতির ছাত্র-ছাত্রীও রয়েছে। দুষ্ট ছাত্র-ছাত্রীরা যদি কম শক্তিশালী হয় তাহলে আপনি তাদেরকে শাসনের মাধ্যমে নিয়ন্ত্রণ করে ক্লাসের পরিবেশ ঠিক রাখতে পারবেন।যেটাকে আমরা শমন চিকিৎসার সাথে তুলনা করতে পারি যা ঔষধ, পথ্য ও জীবন যাপন প্রনালীর মাধ্যমে করা হয়ে থাকে।
কিন্তু যদি তারা আপনার ক্ষমতার চাইতে বেশি শক্তিশালী হয় তাহলে তাদের আপনি আর নিয়ন্ত্রণ করতে পারবেন না, তখন তাদের চাইতে শক্তিশালী কারো মাধ্যমে তাদেরকে ক্লাস থেকে বা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার এর ব্যবস্থা করতে হবে। যার মাধ্যমে আপনি পূনরায় ক্লাসের পরিবেশ স্বাভাবিক করতে পারবেন। এই যে ক্লাস বা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করার বিষয়টিকে আমরা শোধন চিকিৎসার সাথে তুলনা করতে পারি। এই চিকিৎসার মাধ্যমে আপনার শরীরকে টক্সিন ফ্রি করে শরীরের ভিতরের পরিবেশ স্বাভাবিক করা হয়।






এখন আপনার কোন ধরনের চিকিৎসা প্রয়োজন সেটা বুঝবেন কিভাবে?

এটা বুঝতে হলে আপনাকে রেজিস্টার্ড ও অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসক এর কাছে যেতে হবে। উনি আপনার রোগের পুরো ইতিহাস ও আপনাকে পরীক্ষা- নিরীক্ষা করে আপনার জন্য সঠিক চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করে দিবেন।
তাই রেজিস্টার্ড ও অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসক ছাড়া আপনি প্রকৃত আয়ুর্বেদ চিকিৎসার সুফল থেকে বঞ্চিত হবেন।

প্রকৃত আয়ুর্বেদ চিকিৎসা নিন, সুস্থ থাকুন।

সচেতনতায়ঃ






বিএএমএস (ঢাবি), ডিএমইউ
সরকারি রেজিষ্ট্রেশন নম্বরঃ A-171
মেডিকেল অফিসার (আয়ুর্বেদিক)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পবা, রাজশাহী

চেম্বার : ইয়াশ বিডি হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার, রাজশাহী। 

সিরিয়াল : ০১৭৭০-১০১৫২৬, ০১৩২৭-৮৯৪৫৬৯ 

ফেসবুক পেজের মাধ্যমে এপয়েন্টমেন্ট নিতে নিচের লিখায় ক্লিক করুনঃ 

বুক এপয়েন্টমেন্ট 

Comments

Popular posts from this blog

অশ্বগন্ধা (Withania somnifera )

আয়ুর্বেদিক ঔষধ সম্পর্কিত কিছু প্রশ্নোত্তর